1st Molecular Lab in Bangladesh



Gold Standard HPLC পদ্ধতির আন্তর্জাতিক মানসম্পন্ন ভিটামিন ডি টেস্ট

দেশের প্রথম মলিক্যুলার ডায়াগনস্টিক ল্যাব বাংলাদেশে এই প্রথম নিয়ে এসেছে gold standard HPLC পদ্ধতির আন্তর্জাতিক মানসম্পন্ন ভিটামিন ডি টেস্ট।
দক্ষিণ এশিয়ায় ৪০% এর অধিক মানুষ ভিটামিন ডি এর অভাবে ভোগছে। বিশেষ করে শিশুদের মধ্যে ভিটামিন ডি এর অভাব বেশি পরিলক্ষিত হয়।

আশঙ্কাজনক এই যে বাংলাদেশে এক গবেষণায় দেখা যায় বয়স্ক গর্ভবতী মহিলাদের মধ্যে প্রায় ৮১% মহিলা ভিটামিন ডি এর অভাবে ভোগে। ভিটমিন ডি এর অভাব দেখা দিলে মানব দেহে স্নায়ু-হাড়ক্ষয় জনিত রোগ, হৃদরোগ, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস এমনি কি মরণব্যাধি ক্যান্সার সহ নানা রকম জটিল রোগ দেখা যায়।
এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য সকলেরই উচিত ভিটামিন ডি টেস্ট করানো।

Gold standard HPLC method এর বৈশিষ্ট্য গুলো হলঃ

* ইহা সম্পূর্ণ নির্ভরযোগ্য পদ্ধতি
* রক্তে সম্পূর্ণ ভিটামিন ডি(ডি2+ডি3) এর পরিমাণ নির্ণয় করে
* ভিটামিন ডি3 সাপ্লিমেন্ট গ্রহণকারী ব্যক্তির রক্তে ভিটামিন ডি3 এর কার্যকারীতা নির্ণয় করে
* দৈনন্দিন খাদ্যে ভিটামিন ডি2 এর পরিমাণ নির্ণয় করে।

এই পদ্ধতি দেশে প্রচলিত CLIA/ELISA পদ্ধতি গুলোর চেয়ে অনেক উন্নত। কারণ

* এতে ভুল পজিটিভ ফলাফল আসার কোন সম্ভাবনা নেই
* একদম নির্ভুল ভিটামিন ডি সনাক্তকরণ
* ঔষধের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যাবে

অত্যাধুনিক প্রযুক্তির High Performance Liquid Chromatography - HPLC Machine এর মধ্যমে এই টেস্ট করা হয় বলে এর ফলাফল অধিক নির্ভরযোগ্য।

অত্যাধুনিক প্রযুক্তি এবং নির্ভরযোগ্যতার অপর নাম DNA Solution Ltd. এ আজই যোগাযোগ করুন Vitamin D টেস্ট সম্পর্কিত যে কোন জিজ্ঞাসার জন্য। এখন সম্পূর্ণ ভিটামিন ডি টেস্ট বাংলাদেশেই সম্ভব।
সুস্থ্য থাকুন, নিজে সচেতন হোন এবং শেয়ার করে আপনার পরিবার, প্রিয়জনদের সচেতন করুন।








All Rights Reserved By DNA Solution Ltd.
Copyright © 2009-2024
TOP