1st Molecular Lab in Bangladesh



বিশ্ব হেপাটাইটিস দিবসে ২৮ জুলাই

আপনি কি এই ১ কোটি মানুষের একজন? বিশ্বে ত্রিশ কোটিরও বেশি মানুষ জানে না তারা ভাইরাল হ্যাপাটাইটিসে আক্রান্ত। বাংলাদেশে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি। এই বিপুল পরিমাণ জনসংখ্যাকে সচেতন করতে না পারলে তা মহামারী আকার ধারণ করবে, মৃত্যুর সংখ্যা বাড়তেই থাকবে। তাই ২৮ জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবসে "Find The Missing Millions" প্রতিপাদ্য নিয়ে সবাইকে সচেতন করার মাধ্যমে হেপাটাইটিস নির্মূলে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে DNA Solution Ltd. বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। হেপাটাইটিস টেস্ট সম্পর্কে যে কোন তথ্য বা সাহায্যের জন্য কমেন্ট করুন। নিজে টেস্ট করুন, শেয়ার করে অন্যকে সচেতন করুন। আপনার, আমার ও আমাদের এতটুকু সচেতনতা রক্ষা করতে পারে আমাদের আশেপাশের প্রিয় মানুষজনদের জীবন, প্রতিরোধ গড়ে তুলতে পারে হেপাটাইটিস ভাইরাসের বিরুদ্ধে।








All Rights Reserved By DNA Solution Ltd.
Copyright © 2009-2024
TOP